স্টাফ রিপোর্টার-
পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বাসিন্দা সানোয়ার। টাকার অভাবে অপারেশন করাতে পাররছেন না অসহায় সানোয়ার হোসেন। মৃত মজিবুল রহমানের পুত্র সানোয়ার হোসেন (২৬) এর জন্মের ছয় মাস পরেই তার পিতা মৃত্যুবরন করেন,তখন থেকেই সানোয়ার হোসেন তার নানা বাড়িতেই বড় হয়।
তার মা একজন মানসিক রোগী,সানোয়ার হোসেনের পরিবারে রয়েছে এক ভাই ও এক বোন তাদের বরন পোষনের দায়িত্ব ও তার মায়ের চিকিৎসা সহ পরিবারের সকল দায়িত্ব তার উপরেই। তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি তার এই কর্ম দিয়েই চলতো তার পরিবার।
তিনি একজন মানবতার সেবকও বটে, তার হাতে গড়া একটা মানবসেবী প্রতিষ্ঠান (সেইফ ব্লাড ডোনেট সোসাইটি) এই সংগঠনের মাধ্যমে হাজারো রোগীদের রক্ত যোগাড় করে দিয়েছে এবং নিজেও একজন নিয়মিত রক্তদাতা। সে তার জীবনটাকে মানবতার সেবাই নিবেদিত করেছে।আল্লাহ তাআ’লা তাকে একটা রোগ দিয়েছে ব্রেইন টিউমার।
তার মাথায় চারটা টিউমার ধরা পরেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ ডাক্তার শফিকুল ইসলাম MRI এর মাধ্যমে নিশ্চিত করেছেন।
তার মাথায় চারটি টিউমারের মধ্যে তিনটা বড় ও একটা ছোট টিউমার হয়েছে এবং একটি ন্যারও নষ্ট হয়ে গেছে, যতদ্রুত সম্ভব এটি অপারেশন করতে হবে। এ অপারেশনে প্রায় ছয় লক্ষ টাকার প্রয়োজন, এত টাকা দিয়ে সানোয়ার হোসেনের পরিবারের পক্ষে অপারেশন করা সম্ভব নয়।
টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে। তাই আহ্বান করছি সকল সহৃদয়বান ব্যক্তিদের তাদের অল্প কিছু দানে বেঁচে যেতে পারে সানোয়ার হোসেনের জীবন।
সানোয়ার হোসেনের সাথে সরাসরি কথা বলতে বা যোগাযোগ করতে ০১৭৪১-৭৭৭৭৪৯ ( বিকাশ)