নওগাঁর সাপাহারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫০ গ্রাম গাজা সহ আব্দুর রহিম(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে থানা পুলিশ। থানা হেফাজতে আটক থাকা আব্দুর রহিম উপজেলার করমুডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। আটককৃত আব্দুর রহিম তার নিজ বাড়িতে মাদক বিক্রি করার সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করেছে বলে জানায় অভিযান পরিচালনাকারী দল।
এবিষয়ে থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ভবিষ্যতে মাদক বিরােধী অভিযান মাদক নির্মুল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান।