তানভীর আশরাফ ভূইয়া, স্টাফ রিপোর্টারঃ
ড. আহসানুল আলম কিশোরের নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ।২৯ মার্চ সোমবার দুপুরে চান্দিনা উপজেলা থেকে শুরু করে চান্দিনা বাজারের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে চান্দিনা হাইওয়ে রাস্তায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এ সময় ড. আহসানুল আলম কিশোর বলেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকারম মসজিদ সহ অপ শক্তির সন্ত্রাসীরা সারা বাংলাদেশে যে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় তিনি আরও বলেন, এসব অপশক্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ কঠোর অবস্থানে রয়েছে।
বিক্ষোভ মিছিলটিতে আরও উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আশেক এলাহী, মরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতিকুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান মুজিব, মাইজখার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক খান, পৌর সেচ্ছাসেবকলীগের নেতা আবু মুছা জনি, হাবিবুর রহমান জনি, আবু ইউসুফ, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, ইকবাল মুন্সী, অলিউল্লাহ, খোরশেদ, ফারুক হোসেন সহ আরও অনেকে।