স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ানের (র্যাব) গাড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসী দলের সঙ্গে র্যাব সদস্যদের কয়েক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
এদিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা জানিয়েছেন, এই ঘটনায় গুলিতে ঘটনাস্থলেই সন্ত্রাসী দলের কায়সার আহমদ নিহত হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। র্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।