আব্দুল শুক্কুর, সিলেট থেকেঃ
অবশেষে দক্ষিণ সুরমা থানা পুলিশ এর খাঁচায় বন্দী হলো আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সর্দার, কুক্ষাত ডাকাত সঞ্জব আলী। দক্ষিণ সুরমা থানার চৌকস পুলিশ অফিসার রাজীব কুমার রায় এর দীর্ঘ পরিশ্রম এবং অসাধারণ কৌশলে অবশেষে পুলিশের খাঁচায় ধরা পড়তেই হলো তাকে। উল্লেখ্য যে, গত ১৩/১২/২০২০ ইং দিবাগত রাত অনুঃ ০২:০০ ঘটিকায় সিলেটের তেতলী ইউনিয়নের বলদী গ্রামের সাবেক চেয়ারম্যান মোঃ ময়নুল ইসলামের বাড়ীতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে এবং উক্ত ডাকাতির ঘটনায় ধৃত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সর্দার সঞ্জব আলী একজন পলাতক আসামী ছিলো। অদ্য ০৩/০৪/২০২১ ইং তারিখে অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর নেতৃত্বে এক শ্বাসরোদ্ধকর অভিযান পরিচালনা করেন আলোচিত এই ডাকাতি মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব কুমার রায়।
সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, দক্ষিণ সুরমা থানা পুলিশ এর এসআই ও উক্ত ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব কুমার রায়, এসআই পৈত্য,এসআই লিটন চন্দ্র দত্ত, এএসআই আপন মিয়া সহ ও একটি চৌকস পুলিশ ফোর্সের সম্বনয়ে গঠিত পুলিশের একটি চৌকশ দল অভিনব কায়দায় সিএনজি অটোরিকশা শ্রমিক চালক সেজে বিভিন্ন এলাকায় তার গতিবিধি দীর্ঘ অনুস্বরণ করেন এবং অবশেষে সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে দুর্ধষ ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা কুখ্যাত ডাকাত সর্দার সঞ্জব আলী (৩৭) কে সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ঘাসিটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। ধৃত ডাকাত সর্দার সঞ্জব আলী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন সাইলপুর সমরগাঁও (পানিখাওর বিল) গ্রামের মৃত সাইম উদ্দিন এর পুত্র। গ্রেফতারকৃত ডাকাত সঞ্জব আলী (৩৭) একজন আত্ম:জেলা ডাকাত দলের সক্রিয় সর্দার। তাহার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রহিয়াছে।
কুক্ষাত ডাকাত সর্দার সঞ্জব আলী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।