জয়নাল আহমেদ, স্টাফ রিপোর্টারঃ-
নিখোঁজ হওয়া এক কিশোরকে সিলেটের সুরমা নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার শহিদুল ইসলাম।
উদ্ধার করা কিশোরের নাম সিয়াম আহমদ (১৭)। সে সিলেটের মোগলাবাজার থানার দক্ষিণ কুশিঘাট গ্রামের সেলিম আহমদের ছেলে।
শহিদুল ইসলাম জানান, সুরমা নদীতে একজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তার নেতৃত্বে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সুরমা নদীতে ৫ মিনিট উদ্ধারকাজ পরিচালনা করে নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে সক্ষম হন তারা।