মোঃ মোশফিকুর রহমান স্বপন,
সুনামগঞ্জ থেকে-
সুনামগঞ্জে দ্রুত ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সরকারি ওয়েব পোর্টালে প্রকল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ, গণ শুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বাঁচাও আন্দোলন ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলার ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সঞ্চালনা করেন হাওর বাঁচাও আন্দোলন ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ।বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, হাওর বাঁচাও আন্দোলন ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক সুখেন্দু সেন,গোপেন্দ্র সমাজপতি,সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, আরতি তালুকদার কলি,রমেন্দ্র কুমার দেব, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর,সংবাদকর্মী মোঃ আনোয়ারুল হক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মুহিবুর রেজা টুনু,সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল সহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ২০১৭ ইংরেজি সালে হাওর দুর্নীতির কারণে হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। তখন জেলার ২ লাখ হেক্টর জমির ধান বিনষ্ট হয়।এ বছরও ১৭ সালের নমুনা দেখা যাচ্ছে। সময় পেরিয়ে গেলেও বাঁধ নির্মাণের কাজ শুরু হচ্ছেনা। গণ শুনানি ছাড়াই প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠনের ক্ষেত্রে কাবিটা নীতিমালা মানা হচ্ছে না। আজ থেকে হাওরে প্রত্যেক বাঁধে কাজ শুরু করতে হবে। ১৫ ডিসেম্বর হতে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও আজ পর্যন্ত ২০ ভাগ কাজ হয়নি। এখন পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি।এগুলো ভালো লক্ষ্মণ নয়।উল্লেখ্য যে সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলা হতে হাওর বাঁচাও আন্দোলন ফোরাম কমিটি এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।