- মোশফিকুর রহমান স্বপন,
- সুনামগঞ্জ থেকে-
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ৬ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। উপদেষ্টারা হলেন,সাপ্তাহিক গ্রাম বাংলা কথা পত্রিকার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ( পি পি) এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, বিটিভি জেলা প্রতিনিধি ও সচেতন নাগরিক কমিটি( সনাক) সভাপতি আইনুল ইসলাম বাবলু,দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও পৌর কলেজের অধ্যক্ষ মোঃ শেরগুল আহমেদ,দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ দে, দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাপ রিপোর্টার এডভোকেট খলিল রহমান।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা হলেন,সভাপতি বিন্দু তালুকদার ( দৈনিক আমাদের সময় ও দৈনিক নিউ নেশন), সহ সভাপতি কুলেন্দু শেখর দাস ( মোহনা টিভি ও দৈনিক সবুজ সিলেট), আকরাম উদ্দিন ( চ্যানেল এস), ও ফরিদ মিয়া ( সোনালী খবর), সাধারণ সম্পাদক মোঃ বুরহান উদ্দিন ( চ্যানেল ২৪ ও দৈনিক ইত্তেফাক), যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল( দৈনিক মুক্ত খবর), কোষাধ্যক্ষ রাজু আহমেদ ( সংবাদ সারাবেলা), দপ্তর সম্পাদক লিপসন আহমেদ ( জাগো নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদমনি( সবার কথা. কম), সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ( বায়ান্ন টিভি. কম), সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল শহিদ( বিজয়ের কণ্ঠ), সাহিত্য সম্পাদক সোহানুর রহমান সোহান ( সিলেট ২৪. কম), ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান টুনু ( সময়ের আয়োজন), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এ,শহিদুল ইসলাম ( দৈনিক সকালের সময়), পাঠাগার বিষয়ক সম্পাদক আলাউর রাহমান ( দৈনিক হাওরাঞ্চলের কথা),
সদস্যরা হলেন, এডভোকেট এনাম আহমেদ ( সাপ্তাহিক একতা), এডভোকেট মাহবুবুল হাসান শাহিন( দৈনিক সুনামগঞ্জের খবর), দেওয়ান গিয়াস চৌধুরী ( এনটিভি ও সারাক্ষণ), এডভোকেট এ,আর জুয়েল ( চ্যানেল ২৪ ও দৈনিক দেশ রুপান্তর), হাবিব সারোয়ার আজাদ ( দৈনিক যুগান্তর), এডভোকেট আনোয়ার হোসেন ( দৈনিক সময়ের আলো), চৌধুরী আহমেদ মুজতবা রাজি ( দৈনিক একাত্তরের কথা), নওশাদ মসরু ( দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন), সৈয়দ তারিক হাসান ( আলোকিত সুনামগঞ্জ), জাহাঙ্গীর আলম ( অভিযাত্রা ও প্রবাস দর্পণ), শাহরিয়ার সুমন ( বাংলা টিভি), উস্তার আলী ( দৈনিক বর্তমান খবর), হাবিবুর রহমান জাবেদ ( সুনামগঞ্জ ভয়েস. কম), আনোয়ারুল হক ( দৈনিক এশিয়া বাণী), বাবুল মিয়া ( দৈনিক স্বাধীন বাংলা), আবদুল সালাম মাহবুব ( হাওর টুডে), আফজাল হোসেন ( স্বাধীন ২৪. কম), মোঃ মোশফিকুর রহমান স্বপন ( জাতীয় সাপ্তাহিক ও অনুসন্ধান মূলক অগ্রযাত্রা পত্রিকা ও হাওর টুয়েন্টি ফউর ডট নেট), সাদিকুর রহমান চৌধুরী ( এস এন পি স্পোর্টস), আল হাবিব ( চ্যানেল ২১ টিভি), তরিকুল ইসলাম ( দৈনিক আলোকিত সুনামগঞ্জ), পুলক রাজ ( জয় ধ্বনি) ।