মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলায় কবি,সাহিত্যিক ও সংস্কৃতি প্রেমীদের নিয়ে গঠিত সুনামগঞ্জ সাহিত্য সংসদ ( সুসাস) এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ মার্চ ২০২১) সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর সভাপতি কবি ও সাহিত্যিক শেখ একে এম জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও গীতিকার ওবায়দুল হক মুন্সী এবং কবি তৈয়বুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়রিশ,সাবেক ওয়ার্ড কমিশনার মতি লাল চন্দ,সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ডাঃ বাদল চন্দ্র বর্মন, জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান আনিছুর রহমান, গীতিকার আমিনুল ইসলাম, ইউপি সচিব মিতালি বেগম তালুকদার সহ সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর নেতৃবৃন্দ। অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক এবং সংস্কৃতি প্রেমীদের নিয়ে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।