জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মুজিব বর্ষ,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ ছাত্রলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখা নব-গঠিত কমিটি উপলক্ষে আনন্দ মিছিল,র্যালী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর ) নব গঠিত কমিটির আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়কের নেতৃত্বে, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগ কার্যালয়ে এসে এক পরিচিতি সভায় মিলিত হয়।
পরিচিতি সভায় নব গঠিত কমিটির আহ্বায়ক মোঃ রুহুল আমিন প্রামানিক এর সভাপতিত্বে উক্ত পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্যে নিজেদের পরিচিতি তুলে ধরেন নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল ইসলাম জিকো,রতন মিয়া,আরিফুল ইসলাম,তানজিল আহমেদ মোনা,বিপ্লব মিয়া,আসাদুজ্জামান নুর,সুমন মিয়া,সোহানুর রহমান সোহান,তারেক আজিজ সুজন সহ,নব-গঠিত কমিটির অন্যান্য সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন,সুন্দরগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি,হান্নান প্রামানিক,সাজেদুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা,সাবেক ছাত্রনেতা,উদয় নারায়ন সরকার,শহিদুল ইসলাম রানা প্রমুখ।