“সাম্যের সংগ্রাম”
মোঃ সুলতান আহমেদ-
সৃষ্টি সুখের স্বর্গে দামাও গর্হিত জাহান্নাম
প্রেম আলখ্যে করুণার বক্ষে দেও সুখেরি আঞ্জাম ।।
যে মানুষের লাগি, ওরে হতভাগি, দিলিনা মনপ্রান
সে মানুষই আনল, অম্বরে ফুঁটাল, নব সূর্য প্রভাচান
নিঃস্ব পৃথিবীর মহাক্রান্ত ভারে দিল প্রেম্পুন্যের অবদান
ফুটায়েছে ফুল, ধরায়েছে ফল, যুগে যুগে অবিরাম ।।
আকাশ বাতাসে, জীবন হরষে, করি বিশ্বকে আহবান
ওরে ও প্রেমিক ভোলা, দেরে দোলা, বাজাও সাম্যের কলতান
ঝগড়া বিবাদে থাকেনা বন্ধন তবে শয়তানের অশুভান
আন বিজয় ছিনিয়া, হাসি মাতিয়া, তোল কণ্ঠে সুখসাম ।।
এক আদমের সন্তান মোরা কেন বৃথাই হানাহানি
জাত কি বেজাত জন্ম মরণ নিস্ফল হয়রানি
একই বর্ণ একই রক্ত সবার বিগ্রহে জানি
সেই আলোকে, যজ্ঞ ভূলোকে, পুলকে হও সমাগম ।।
বহিতেছে জোয়ার, অমৃত দেবার, সুহৃদ সুপিরিয়র
বিলাও সুবাস মহা আত্মত্যাগ দুঃখী মানুষের ভিতর
শান্তির বিশ্বে, বৈসাদৃশ্যে, চলবে পথ আর কত মন্থর
মানুষের তরী, ডুবিতে না পারি, রাখিও উদ্দাম ।।
বেদ বাইবেল, পূজো হরিকেল, না হেরিয়া
পাই অনুভবে, আল্লাহ্কে পাবে, মানব সেবিয়া
সিন্ধু গিরি আসমান ভিড়ি বোরাক রথে ঘুরিয়া,
হৃদয় মাঝার আরশ তাহার, কি সাফল্যের মোকাম ।।
কেশ ঝড়ে ফনী, নয়নে বহ্নি, আলীর শক্তিবল
দুঃসাহসে লড়, মরু প্রান্তর, মহাশঙ্কার সিংহল
মহাভয় কাশী যেতে হৈতেসী ডিঙ্গায়ে দূর্চল
মানুষের জয় অমর অভয় মূছে দিতে দুর্নাম ।।
শুস্ক মরুর বালুর ঝড়ে পরিসনে তোরা,
প্রেম সাগরে ডুবলে যায় সত্যকে ধরা,
ব্যাথা বেদনার অবসান ঘটে ফোটে পুষ্পরা,
হতাশার চরে মরিসনে ঢরে, মানুষই রামশাম ।।
স্রষ্টার সৃষ্টিতে, করুণার বৃষ্টিতে- গ্লানি,করে সে পরিত্রাণ,
জীবের সেবায় বসুন্ধারায় থেকোনা মুহ্যমান,
মানুষের তরে যারাই পরে তারা সত্যের ফাগুয়ান,
প্রতি ঘরে ঘরে, বিচরণ করে, পৌঁছাও শান্তির সালাম ।।