মোঃআজিজুর রহমান, হাতিয়া হতে-
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা পৌরসভা নির্বাচন চলছে।নয়টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলমান।
সকাল ০৮ঃ০০ঘটিকা হতে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪ঃ০০ঘটিকায় শেষ হয়। আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করে দেখতে পেলাম পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটার সংখ্যার উপস্থিতি বেশী ছিলো। ভোটারদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা কোন রকম সংকোচ বোধ করেন না। তারা শান্তিপুর্ণভাবে ভোট দিতে পেরে খুবই আনন্দিত। তবে আমরা যেটি লক্ষ করলাম পৌরসভা ০১নং ওয়ার্ডে দুইটি কেন্দ্র দেওয়া হয়েছে একটি মহিলা কেন্দ্র অন্যটি পুরুষ কেন্দ্র দুইটি কেন্দ্রে আমরা পরিদর্শন করে দেখতে পারলাম খুবই সুষ্ঠ নির্বাচন হয়েছে। কোন রকম ঝামেলা ছাড়া। অন্যান্য কেন্দ্র গুলিতে আমরা ভোটারদের আশানুরূপ উপস্থিতি দেখতে পাইনি।
এবং কিছু কিছু কেন্দ্রে বি এন পি প্রার্থীর এজেন্ট ও ছিলো না।
এর কারণ জানতে চাইলে দায়িত্ব রত কর্মকর্তাগণ বলেন তারা আসেনি, কেন আসেনি তারা জানেনা।
বি এন পি প্রার্থীর সাথে এই ব্যাপারে জানতে চাইলে তিনি সঠিক কোন জবাব দিতে পারেনি।
এই ছিলো সর্বশেষ সংবাদ। এখন ভোট গননা চলছে। ফলাফলের আশায় প্রার্থীরা অপেক্ষামান।