স্টাফ রিপোর্টারঃ “মানবতার স্পর্শে দুর হোক অন্ধকার”এই স্লোগান কে সামনে রেখে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ হায়াতুল ইসলাম আহাদ এর সার্বিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা মজুমদার পোগ্রামে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ পরিচালক (প্রচার বিভাগ) ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম মজুমদার, কেন্দ্রীয় তত্বাবধায়ক ও সদস্য মোঃ আরিফুজ্জামান খান, চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক ডাঃ মনিরুজ্জামান মহসিন, কচুয়া উপজেলা শাখা সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহেল, কচুয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলীল বাদল, জেলা সমন্বয়ক মোঃ ফয়সাল চৌধুরী, জেলা অর্থ সম্পাদক মোঃ সোহাগ আহমেদ, জেলা নির্বাহী সদস্য মোঃ রবিউল চৌধুরী, জেলা সদস্য মোঃ শামীম তালুকদার ও কচুয়া উপজেলার অন্যান্য সদস্যবৃন্দ।