মামুন মোল্লা বাউফল প্রতিনিধি
এক নারীকে এক যুবক লাঠি দিয়ে শরীরের ভিবিন্ন
অংশে আঘাত করছেন। আর ওই নারী চিৎকার করছেন।
পাশে আরও কয়েকজন লাঠি নিয়ে আছেন। এর মধ্যে নারী অচেতন হয়ে পড়েন। অচেতন হয়ে পড়ার পর এক যুবক এসে লাথি মারছেন।
এমন বর্বরতার ভিডিও চিএ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পরে। ওই নারীর নাম আকলিমা বেগম (২০) তার স্বামীর নাম কালু (৩৯) পটুয়াখালী বাউফল চন্দ্রদ্বীপ ইউনিয়ের ৫ নং ওয়াডের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে দুই ইউপি সদস্য সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষ হয়। এতে
দু পক্ষের কমপক্ষে ২৩ জন আহত। ওই সংঘর্ষের সময় আকলিমা তার স্বামী বাচাতে গেলে তার ওপর বর্বর হামলার শিকার হন। যার কিছু অংশ ভিডিও করেন স্হানীয় এক যুবক। আকলিমা ও তার স্বামী কালুকে প্রথমে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।
জরুরী বিভাগের ডাক্তার নুর আহমেদ সাইদ জানান, আশাংকাজনক অবস্থায়
জিয়াউর রহমান, আকলিমা বেগম ও কালুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আকলিমার শরীরের ভিবিন্ন অংশে জখম রয়েছে। তার ডান পা ভেঙ্গে গেছে। তার স্বামী কালুর ও হাড় ভেঙ্গে গেছে। বাবুল হাওলাদারের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩০) মাথায় প্রচণ্ড জখম রয়েছে। জিয়াউর রহমান কে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আকলিমার শুশর মোঃ সালাম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা করেন।
বাউফল থানার ওসি দ্বায়িতে থাকা পরিদর্শক (তদন্ত ) আল মামুন বলেন, ভিডিও দেখলাম। এ একটি ন্যক্কারজনক ঘটনা। ঘটনা সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।