মোঃ জাহিদুল ইসলাম, হাইমচরঃ
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মরহুম মোঃ মোতালেব জমদারের কবর জেয়ারত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন আহাম্মদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ফারুক-ই-আজম মাদ্রাসা সংলগ্ন মরহুম মোতালেব জমদারের কবরস্থানে কবর জেয়ারত শেষে মরহুমের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ
এসময় মোতাবেক জমাদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরে জেলা আ’লীগের নেতৃবৃন্দরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আলা উদ্দিন আনসারী।
ওই সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ পাটোয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ খালেক আখন, ফজলুর রহমান মাস্টার, নাছির আহাম্মেদ বেপারী, মোঃ মফিস আখন, হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম পাটোয়ারী, হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন টিটু জমাদ্দার, আনোয়ার হোসেন কবিরাজ, দুলাল কোতোয়াল, নাছির মাস্টার, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ শফিক গাজী, জেলা আওয়ামী লীগের অফিস সহকারী মোঃ বাদল গাজী, হাইমচর থানা ছাত্রলীগ নেতা বাবু জমদার, এমরান তালুকদার, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি ভি. ফি. মোঃ রুবেল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ নেত্রীনেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২৭ নভেম্বর ২০২০ সকাল ৭.৫০ মিনিটে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোতালেব জমদার তাঁর নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।