ঢাকাবৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১
৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ২১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে মেঘনা নদীতে জাটকা ধরায় ৫ জেলের অর্থদন্ড

Agrajatra 24
মার্চ ৪, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাহিদুল ইসলাম, হাইমচরঃ

নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর মেঘনা নদীতে জাটকা ধরায় ৫ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩ মার্চ) দিনগত রাত ১১টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।

আটক জেলেরা হলেন-হাইমচর উপজেলার সাহেবগঞ্জ এলাকার মো. মহসিন (৩৫), নাছির (২৫), মো. আল-আমিন (২৫), মো. মামুন (১২) ও সুমন (১৪)।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ফোকাস মোহনাকে বলেন, জাটকা রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের নিয়মিত যৌথ অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদীর সাহেবগঞ্জ নামক স্থানে জাটকা ধরা অবস্থায় ১টি ৩৫ ঘোড়া নৌকা ও ৫জন জেলেকে আটক করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড সিসি সিনিয়র পেটি অফিসার মো. লুৎফর রহমান অভিযানে নেতৃত্বদেন।

উল্লেখ্য, ইলিশের পোনা জাকটা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সব ধরণের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্য করে কোন জেলে মাছ ধরলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছর কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।