মোঃ জাহিদুল ইসলাম, হাইমচরঃ
চাঁদপুর হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার মিটার করেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়।
হাইমচর কোস্টগার্ড জানায়, হাইমচর উপজেলার মাঝির বাজার চর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ব্যবহার ও উৎপাদন নিষিদ্ধ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে হাইমচর কোস্টগার্ডের সিসি মোঃ এমদাদুল হক বলেন, সকালে অবৈধ কারেন্ট জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা কোস্টগার্ডের সদস্যবৃন্দ ও মৎস্য কর্মকতা হাফিজুর রহমান বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।