ঢাকাশুক্রবার , ১৫ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

হাজির হাট বাজার বণিক সমবায় সমিতির কমিটি গঠন।

Agrajatra 24
জানুয়ারি ১৫, ২০২১ ৪:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

শরীফুল ইসলাম, লক্ষ্মীপুর-
লক্ষ্মীপুরের কমলনগরের প্রানকেন্দ্র হাজির হাট বাজারে, হাজির হাট বাজার বনিক সমিতির বার্ষিক সভা হাজির হাট ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্টিত হয় ।

বনিক সমিতি সভাপতির সৈয়দ আইয়ুব আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত সমিতির উপদেষ্টা নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, কমলনগর প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, সম্পাদক ইউসুফ আলী মিঠ।

বণিক সমিতি সাধারণ সম্পাদক ও কমলনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা সমবায় অফিসার মোঃ মোহাম্মদ হানিফ।

উক্ত অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়, কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি সৈয়দ আয়য়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও অহিদুর রহমান। সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন ও সোহেল সর্দার এবং আকতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা হয়,, কমিটিতে আরও বিভিন্ন পদে রয়েছেন হাজির হাট বাজার বনিক সমিতির সদস্যরা।

এই নতুন কমিটি হওয়ার পর, হাজির হাট বাজারের সাধারণ ব্যবসায়ীদের আশা এই কমিটি ব্যবসায়িদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।