মোঃআজিজুর রহমান,নোয়াখালী হতে-
হাতিয়া দ্বীপ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আজগর হোসেন রুবেল’র উপর উপজেলা নির্বাহী অফিসারের অতর্কিত হামলার অভিযোগ এনে মানববন্ধন।
প্রভাষক আজগর হোসেন রুবেলের সাথে ঘটনার ব্যাখ্যা জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করে জানা যায় উপজেলা নির্বাহী অফিসার নিম্নোক্ত বিষয়টি নিয়ে উনাকে সরাসরি না ডেকে অফিস পিয়ন দ্বারা ডাকেন।
এবং তিনি পিয়নকে বলেন উনাকে আটক করে রাখার জন্য। যা অশোভনীয় আচারনের সামিল।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন এই রকম কোন ঘটনা উনার সাথে ঘটেনি।
বরং তিনি বিষয়টি ভূল করেছেন বলে লিখিত ব্যাখ্যা প্রদান করেন।
জানা যায় গত তিন মাস পূর্বে তমরুদ্দি ইউনিয়ন’ র জোড়খালী নিবাসী শাবনুর আখতার, পিতা: গিয়াস উদ্দিন, মাতা: সামসুন নাহার এর বিবাহ কার্য সম্পন্ন হয়।
যা বাল্য বিবাহের আওতায় পড়ে।
কারণ তার সার্টিফিকেট অনুযায়ী প্রকৃত জন্ম তারিখ ০১/০১/২০০৮। তার বয়স ১৮ হওয়ার আগেই বিবাহ কাজ সম্পন্ন করায় উপজেলা নির্বাহী অফিসার তার স্বামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানা যায় তার স্বামীকে এই শাস্তি প্রদানের তিন মাস পর হাতিয়া দ্বীপ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আজগর হোসেন রুবেল ভূয়া প্রত্যয়ন প্রদান করেন যে, শাবনুর আকতারের জন্ম তারিখ ০১/০১/২০০২ইং।
এই বিষয়ে অদ্য তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে জনাব আজগর হোসেন রুবেলকে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করেন যে, তিনি ভুল করেছেন।
তিনি লিখিতভাবে জানান যে, তার প্রদান করা প্রত্যয়নপত্রে অসত্য তথ্য লিখেছেন।
জনাব আজগর হোসেনের সাথে কোনোরুপ খারাপ আচরণ করা হয় নাই ও তিনি কোন প্রকার হামলার স্বীকার হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মন্তব্য করে বলেন এই ব্যাপার নিয়ে কোন অশুভ শক্তি/ তৃতীয় কোন গোষ্টী তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিষয়টি গোলাটে করছে।