মোঃ মুশফিকুর রহমান মঞ্জু, হাতিয়া হতে-
গত কাল রোজ বৃহস্পতিবার দুপুর অনুমান ০১ঃ০০ ঘটিকার সময় হাতিয়া উপজেলাধীন সোনাদিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা অজি উল্লার পুত্র মোঃ শামীম মাঝীর শিম গাছ নষ্ট করে একই এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন এর পুত্র মোঃ মনির উদ্দিন(৫০) এর পালিত গাভীর বাছুর।এই ঘটনাকে কেন্দ্র করে ঐ সময় শিম গাছের মালিক মোঃ শামীম গাভীর বাছুরের মালিক মোঃ মনির উদ্দিন কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমতাবস্থায় গাভীর বাছুরের মালিক মোঃ মনির উদ্দিন উপস্থিত হয়ে গালিগালাজ বন্ধ করতে বলেন। চাইলে ক্ষতি পূরণ দিবে বলেন।এতে শামীম মাঝী ক্ষিপ্ত হয়ে মনির উদ্দিন কে একা পেয়ে শামীম মাঝী ও তার ভাই মোঃ রোকন উদ্দিন উপর্যপুরি মারধর করে একপর্যায়ে মাথায় আঘাত করলে মাথা পেটে যায়, হাতের আঙুল কেটে যায়, শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।এমতাবস্থায় মনিরকে একা ফেলে রেখে শামীম মাঝী ও তার ভাই রোকন উদ্দিন পালিয়ে যায়।পরক্ষনেই মনির উদ্দিন এর আত্মীয় স্বজনরা জানতে পারলে ঘটনাস্থলে গিয়ে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।বর্তমানে মনির উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় আছেন।মনিরের সাথে সাক্ষাৎ করে দেখা যায় প্রচন্ড আঘাতে মাথা পেটে যাওয়ার কারনে তিনটি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিন্ন দেখা যায়। হাতের একটি আঙুল প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আছে।মনিরকে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে হলে তিনি বলেন থানায় গেছে টাকা নিয়ে গেলে মামলা রেকর্ড করবে বলে জানিয়েছেন।হাতিয়া থানার ওসি আবুল খায়ের থেকে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এই রকম কোন অভিযোগ নিয়ে এখন পর্যন্ত আমার থানায় কেউ আসেনি।