Agrajatra24.com
Agrajatra 24
UX/UI Designer at - Adobe

অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা

হাতিয়ায় বাইক দূর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক আরিফের আরোগ্য কামনা

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Agrajatra24.com
Agrajatra 24
UX/UI Designer at - Adobe

অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা

মোঃ আজিজুর রহমান, হাতিয়া হতে-

প্রতিদিনের ন্যায় জনতা বাজার ভাঙ্গন কবলিত এলাকা থেকে নিউজ সংগ্রহ করে , ১০ কিলোমিটার দূরে নিজ বাসস্থানে ফিরছিলো সাংবাদিক আরিফ।সন্ধ্যার সময় বাঁশখালী সূইজের তেহমুনি ওভারটেক করার সময়, একটি অটোরিকশা তার হোন্ডার সামনে ক্রসিং করে।সে দ্রুত ব্রেক করলে গাড়িসহ এক্সিডেন্ট করিে।তার মা-বাবা ভাই-বোন স্ত্রী-সন্তান পাড়া-প্রতিবেশী অসংখ্য বন্ধু বান্ধব এর দোয়ার বরকতে , আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাই। হাতের তালু, বাম হাতের কনুই, পায়ের জয়েন্টে সামান্য আঘাত পাই।
সুস্থ হলেই আল্লাহর রহমতে আপনাদের সম্মুখে আবার ফিরে আসবে, ইনশাআল্লাহ।সাংবাদিক আরিফ তার ফেসবুক স্টাটাস এ বলেন-
আমার এই এক্সিডেন্ট এর সার্থকতা হবে নদী ভাঙ্গনের ভিডিও গুলি একটু শেয়ার করে দিবেন।
সবার কাছে আমার এই অনুরোধ টুকু রইল। আমি জীবনের ঝুঁকি নিয়ে নদীর পাড়ে থেকে নাওয়া-খাওয়া ভুলে ,খুব কষ্ট করে , বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে গিয়ে ভিডিওগুলি করেছি। আপনারা সবাই মিলে আমার এই নদী ভাঙ্গনের ভিডিও গুলো শেয়ার করলে , আমার আর কোনো দুঃখ থাকবে না। ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আমরা সবাই সাংবাদিক আরিফ এর দ্রুত সুস্থতা কামনা করছি।আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।আমিন।