নোয়াখালীর হাতিয়া হতে-
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় জাতীয় ইমাম পরিষদের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটি টি গত ২৭/১২/২০২০ইং রোজ রবিবার আজিজিয়া জামে মসজিদে প্রায় পাঁচশত ইমামদের উপস্থিতিতে ইমাম সম্মেলনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে কমিটি গঠন করা হয়। হাতিয়া উপজেলার ইমাম কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন-
মাওঃ আবু সাঈদ, যিনি দীর্ঘদিন দক্ষতার সহিত হাতিয়া উপজেলার ০১নং হরণী ইউনিয়নের ইমাম কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।তিনি দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট। তাই কোন প্রতিদ্বন্দী ছাড়া সকল ইমাম গণ উনাকে এক বাক্যে সভাপতি হিসেবে ঘোষনা করেন।
তিনি ০১নং হরণী ইউনিয়ন আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এবং বর্তমানে ০১নং হরণী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন।
তিনি তার সততা ও আদর্শ দিয়ে দক্ষভাবে সকল দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছেন।
উপদেষ্টা হিসেবে আছেন –
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী।
নিম্মে হাতিয়া উপজেলার জাতীয় ইমাম পরিষদের সকল উপদেষ্টা মন্ডলির ও কমিটির দায়িত্বশীলদের নাম ও পদবী সহ তুলে ধরা হলো।
১/ #সভাপতি :- মাও আবু সাঈদ, হরিণী ইউনিয়ন।
২/ সিনিয়র সহ-সভাপতি :- মাও মাহমুদুল হাসান, পৌরসভা।
৩/ সহ-সভাপতি :- মাও সারোয়ার খান,বুড়িরচর।
৪/ সহ-সভাপতি :- মাও জাকির, চানন্দী ইউনিয়ন।
৫/ সহ-সভাপতি :- মুফতি ওছমান গনি, জাহাজমারা।
৬/ #সাধারণ সম্পাদক :- মাও ইব্রাহীম, বুড়িরচর।
৭/ যুগ্ম সাধারণ সম্পাদক :- মাও সাখাওয়াত, হরিণী ইউনিয়ন।
৮/ যুগ্ম সাধারণ সম্পাদক :- মাও রফিকুল ইসলাম, চরকিং ইউনিয়ন।
৯/ যুগ্ম সাধারণ সম্পাদক :- মাও আবুল কাশেম ও মোঃ জসিম উদ্দিন, সোনাদিয়া।
১০/ যুগ্ম সাধারণ সম্পাদক :- মোঃ আমির হামজা, সোনাদিয়া।
১১/ #সাংগঠনিক সম্পাদক :- মাও নুরুল ইসলাম(Sahin Khan), নিঝুমদ্বীপ।
১২/ সহ- সাংগঠনিক সম্পাদক :- হাফেজ কাওসার, বুড়িরচর।
১৩/ সহ- সাংগঠনিক সম্পাদক :- আনোয়ারুল ইসলাম, পৌরসভা।
১৪/ #অর্থ সম্পাদক :- হাফেজ আজিজুল ইসলাম, পৌরসভা।
১৫/ প্রচার ও প্রকাশনা সম্পাদক :- মাও নজরুল ইসলাম তমরুদ্দি।
১৬/ সহ প্রচার ও প্রকাশনা সম্পাদকঃহাফেজ মাও মুরশিদ।
১৭/ দপ্তর সম্পাদক :- আমিরুল এহসান দিদার, বুড়িরচর।
১৮/ আইন বিষয়ক সম্পাদক :- মুফতি ওবাইদুল হক।
১৯/ ইসলামিক রিচার্জ সম্পাদক :- মুফতি ইসমাইল, বুড়িরচর।
২০/ সমাজ কল্যাণ সম্পাদক :- টি এইচ এম বিল্লাহ, পৌরসভা।
২১/ ইসলামিক সাংস্কৃতিক সম্পাদক হাফেজ জাকারিয়া, সোনাদিয়া।