মোঃআজিজুর রহমান, হাতিয়া হতে-
বাংলাদেশ একটি স্বাধীন দেশ।এই স্বাধীনতা এমনিভাবে আসেনি।স্বাধীনতার জন্য দিতে হয়েছে অনেক বিসর্জন।তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ এক ঐতিহাসিক ভাষনে বলেছেন-
“রক্ত যখন দিয়েছে, রক্ত আরো দিবো,তবুও এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ”
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ”
এই আহবানে বাংলার মানুষ ঝাপিয়ে পড়েন স্বাধীনতার জন্য। তাই এই দিন টিকে ঐতিহাসিকভাবে স্বরণীয় করে রাখার জন্য ০৭ই মার্চ দেশব্যাপী দিবসটি পালন করা হয়। তারই অংশ হিসেবে নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলার প্রশাসনের আহবানে আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন-
প্রধান অতিথিঃ আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য ও সভাপতি-হাতিয়া উপজেলা আওয়ামীলীগ।
বিশেষ অতিথিঃ আলহাজ্ব মহি উদদীন, সাধারণ সম্পাদক, হাতিয়া উপজেলা আওয়ামীলীগ।
কে,এম,ওবায়েদ উল্যাহ,মেয়র-হাতিয়া পৌরসভা।
মোঃ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা চেয়ারম্যান -হাতিয়া উপজেলা।
ও হাতিয়া উপজেলার অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ০৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের গুরুত্বপূর্ণ দিক গুলো তুলে ধরেন।এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করেন।