নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাজার “চৌমুহনী বাজার”।এই বাজারে সকল প্রকার ব্যাবসায়িক আমদানি /রপ্তানি হয়ে থাকে।যার ফলে একটি সরকারি ব্যাংকের শাখা রয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে গত রাত ২ঃ০০ টার সময় উক্ত চৌমুহনী বাজারে ৬ টি দোকানে আগুন লেগে পুড়ে যায়।আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের হাতিয়া ইউনিট অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।যার ফলে অন্যান্য দোকান আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা বলেন ৬টি দোকানে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।পুড়ে যাওয়া দোকানের মালিক হলেন –
১/আজাদ, বেডিং দোকান।
২/রিয়াজ, কাপড় দোকান।
৩/আলতাব,কসমেটিক দোকান।
৪/ইউছুপ, কসমেটিক দোকান।
৫/ফরিদ, বেডিং দোকান।
৬/আনোয়ার,মেকানিক দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়িক গণ বলেন তারা পুনরায় ব্যাবসা করতে চান।তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।