মোঃআজিজুর রহমান,নোয়াখালী হতে-
নোয়াখালী জেলার আওতাধীন একটি বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা। এই উপজেলা নোয়াখালী হতে বিচ্ছিন্ন হওয়ায় এই দ্বীপের মেধাবী ছাত্রদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে হয়।তাই নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “নোয়াখালী সরকারি কলেজ ” এ প্রতিষ্ঠা করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম দেওয়া হয়েছে “হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালী ” এই সংগঠনটি হাতিয়া থেকে আগত সকল ছাত্র /ছাত্রীদের কল্যাণে কাজ করে থাকে। এটি হাঁটি হাঁটি পা পা করে আজ বিশটি বছর পেরিয়ে একুশে পাড়ি দিয়েছে।গত বিশটি বছর সংগঠনটি হাতিয়া থেকে আগত ভর্তিইচ্ছু ছাত্রদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এটি স্থাপিত হয় ২০০১ সালে শুধু মাত্র নোয়াখালী কলেজ কেন্দ্রিক। আজ তা বিস্তার লাভ করেছে বৃহত্তর নোয়াখালী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।এই সংগঠনের ২০২১ সালের নবীন বরণ ও ক্যালান্ডার উন্মোচন অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবুল বাসার, অধ্যক্ষ- চৌমুহনী সরকারী এস এ কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
তাজাম্মুল হায়দার চৌধুরী, প্রধান উপদেষ্টা,-হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালী।
ছাইফ উদ্দিন, সহযোগী অধ্যাপক- নোয়াখালী সরকারি মহিলা কলেজ।
আহসানুল করিম সোহেল, সভাপতি -হাতিয়া সমিতি নোয়াখালী।
প্রিন্স সাহাব উদ্দিন রাশেদ,সাধারণ সম্পাদক- হাতিয়া সমিতি নোয়াখালী।
মোঃ মাছউদুর রহমান বাবর,সম্পাদক-সাপ্তাহিক হাতিয়ার কথা।
এ কে এম ফজলুল হক খোকন,সভাপতি- হাতিয়া উপজেলা জাতীয়তাবাদী দল( বি এন পি)।
মোঃ শাহাদাৎ হোসেন, উপদেষ্টা -সাবেক সভাপতি, হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালী।
মোঃ মাহবুবুর রহমান, উপদেষ্টা -সাবেক কার্যকরি কমিটির সদস্য,হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালী।
অনুষ্ঠানের সূচনা করা হয় পবিত্র কোরআন পাঠের মাধ্যমে।
অনুষ্ঠানের আলোচনায় উক্ত কমিটির সাফল্য কামনা করেন। এবং ঐক্যবদ্বভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের মডেল হিসেবে আত্মপ্রকাশ করার জন্য পরামর্শ দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহমুদুল হাসান ইরাক,সভাপতি হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালী।