মোঃ আজিজুর রহমান, হাতিয়া হতে-
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা নতুন সুখচর বাজার নাইট রাউন্ড রৌপ্যকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে।। উক্ত ফাইনাল খেলাটি হরণী বাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টা শুরু হয়। এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
১০ নং জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ
মাছুম বিল্যাহ।উপস্থিত হাজার হাজার দর্শকের মোহ মোহ করতালির মধ্যে দিয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন নন্দিত তরুন উদীয়মান চেয়ারম্যান মোঃ মাসুম বিল্যাহ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাজমারা ফাঁড়ি থানা ইনচার্জ মোঃ আব্দুল হালিম, সাপ্তাহিক হাতিয়ার কথা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জাকির উদ্দিন,ডাঃ সাহাব উদ্দিন (বীর মুক্তিযোদ্ধা), মোঃ মনির উদ্দিন, ইউপি সদস্য, মোঃ বেলাল উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলাটি মোঃ ইব্রাহিম (বাবুল হুজুরের) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এই সময় প্রানবন্ত ধারাভাষ্য প্রদান করেন আমার সংবাদ হাতিয়া প্রতিনিধি মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ),মোঃ নুরউদ্দিন মেশকাত (জাহাজমারা), মিলাদ মাহমুদ, রাহাত আলী,মোঃ সোহেল উদ্দিন। জানা যায় নতুন সুখচর বাজার নাইট রাউন্ড রৌপ্যকাপ টুর্নামেন্টে অংশ গ্রহন করেছিলো মোট ১৬টি দল। শেষ পযর্ন্ত ফাইনালে যাওয়ার গৌরব অজর্ন করেছে, সি ডি এস পি বাই কিংস ও দ্বীপ তরুন সংঘ ক্রিকেট একাদ্বশ। শেষ পযর্ন্ত সি ডি এস পি বাই কিংস দ্বীপ তরুন সংঘকে ১৩ রানে হারিয়ে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রপি অজর্ন করেন। সর্বশেষ খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত ফাইনাল খেলার সমাপ্তি ঘটে।