নোয়াখালী থেকে-
নোয়াখালী জেলার আওতাধীন হাতিয়া উপজেলা।
এই উপজেলায় প্রায় সাত লক্ষ লোক বসবাস করেন। এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ।
তাই এই দ্বীপের প্রায় ৭৫%লোক ও মালামাল সমগ্র বাংলাদেশ থেকে যাতায়াত করে সোনাপুর রোড হয়ে চেয়ারম্যান ঘাটে।এটি ডিসি রোড হিসাবে পরিচিত।
বর্তমানে এই রাস্তাটি সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত টু লেনের উন্নয়ন মূলক সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। তারই সাথে সাথে সুরু ব্রিজ গুলো ভেঙে প্রশস্ত ব্রিজ নির্মাণের কাজ ও এগিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় হাতিয়া উপজেলার বয়ারচর ১ নং হরণী ইউনিয়নের মহাসড়ক টাংকি রাস্তার মাথার ব্রিজটি সংস্কার করার জন্য সড়ক ও জনপদ বিভাগ থেকে কাজ পায় টিকাদার মোঃ আনোয়ার হোসেন খোকন।
তিনি ব্রিজটির সংস্কার করার জন্য পূর্বের পুরনো ব্রিজটি ভেঙে ফেলে পুরনো সকল মালামাল নিয়ে যায়।
কিন্তু আজ প্রায় তিন মাস গত হয়ে গেলেও নতুন ব্রিজ নির্মাণের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এদিকে দিন দিন জনদূর্ভোগ চরমে পৌঁছে যাচ্ছে। সামনে বর্ষা মৌসুম। যাতায়াতের যে বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে তাও হুমকির মুখে পড়ার সম্ভাবনা ১০০%।
তাই সাধারণ জনগণ এর উদ্বেগ প্রকাশ করে টিকাদার আনোয়ার হোসেনের কোন খোজ না পেয়ে দিশেহারা। এদিকে দৈনিক কয়েকশত মালামাল বুঝাই ট্রাক, লরি, যাত্রী বাহী গাড়ি,এ্যাম্বুলেন্স , সহ নানাবিধ গাড়ি এই সড়কে যাতায়াত করে।
তাই এলাকার লোকজন নিজেরা স্বেচ্ছায় শ্রম দিয়ে বিকল্প রাস্তাটি বর্ষা মৌসুমের জন্য উপযোগী করে গড়ে তোলেন ।
এবং অতি দ্রুত ব্রিজ টি নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।