মোঃ হাছান আহমাদ ভূঁইয়া ,
স্টাফ করেসপন্ডেন্ট
জনশুমারিতে তথ্য দিন ,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এমন শ্লোগান নিয়ে (১৫-২১ জুন)
এক যোগে সারা দেশব্যাপী ৬ষ্ট বারের ন্যায় ১ম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।১৫/০৬/২০২২ রোজ : বুধবার সকালে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের উত্তর তেমুহনী বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গণে গিয়ে
র্যালিটি শেষ হয়। লক্ষ্মীপুর জেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক জনাব মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মো: শহিদুল ইসলাম, অমিত কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় পরিসংখ্যান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, ইউসিসি জোনাল অফিসার , গণনাকারী ও সুপারভাইজার, আঞ্চলিক সুপারভাইজার বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিতি বক্তারা সকলকে জনশুমারি ও গৃহগণনার সময় সঠিক তথ্য দিয়ে দেশের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার আহবান জানান।