আবু নাঈম, স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নির্মিত হচ্ছে মডেল মসজিদে। মসজিদ নির্মান কাজ শেষ হওয়ার পূর্বেই ফাটল দেখা দিয়েছে। বুধবার বিকেলে মূল মসজিদের মিনারের অংশে ফাটল দেখা যায়, এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে রাজাপুরেও ২০১৮ সালের শেষের দিকে খান বিল্ডার্স নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩ কোটি টাকা ব্যয়ে এ মসজিদ নির্মাণ শুরু করেন। বর্তমানে মসজিদের নির্মাণ কাজ শেষের পথে।
বুধবার বিকেলে স্থানীয় কয়েকজন বাসিন্দারা মসজিদের মিনার অংশের চারদিকের দেয়ালে ফাটল দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন ,মসজিদের মূল অংশের পাইলিং ঠিক থাকলেও পেছনের অংশে ঠিকভাবে পাইলিং না করায় দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতগুলো টাকা ব্যয়ের এ মসজিদে এভাবে ফাটল দেখা দেবে এটা আমরা স্থানীয়রা ভাবতে পারিনি।
মসজিদের সাইট ইঞ্জিনিয়ার আবুল বাশার লিটন মডেল মসজিদের দেয়ালে ফাটলের বিষয়ে বলেন, দেয়ালের ফাটল আমি দেখেছি, আমি এখানে মাত্র সপ্তাহ খানেক আগে যোগদান করেছি তাই এ ব্যাপারে গণপূর্তের ইঞ্জিনিয়ারই ভালো বলতে পারবেন।
এ ব্যাপারে ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুদকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।