ফেনী প্রতিনিধিঃ
পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আদিল মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ ওমর হায়দার এর সার্বিক তত্ত্বাবধান,এএসআই/নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া ১৫ টি মামলার আসামী বেলাল হোসেন প্রকাশ ভিপি বেলাল, পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-ফলেশ্বর, থানা ও জেলা-ফেনীকে মামলা নং-১। (2RQGW) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৪৩/৬৩৪, তারিখ- ১০ সেপ্টে, ২০১৮; সময়- ০১.৩৫ ঘটিকা ধারা- ১৪৩/৩২৩/৩২৫ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ
২। (2RUQR) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৬/৬০৭, তারিখ- ০৪ সেপ্টে, ২০১৮; সময়- ০১.৩০ ধারা- ১৪৩/৩২৩/৩২৫ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ ৩। (2RUE8) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৫/৬০৬, তারিখ- ০৩ সেপ্টে, ২০১৮; সময়- ২১.১৫ ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৪৪৮/৪২৭/৩৭৯ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ
৪। (2RPHR) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৭/৫৯৮, তারিখ- ০২ সেপ্টে, ২০১৮; সময়- ১২.১০ ঘটিকা ধারা- ৪/৫/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত
৫। (2RP6X) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৫/৫৯৬, তারিখ- ০২ সেপ্টে, ২০১৮; সময়- ০১.৩০ ধারা- ১৪৩/৩২৩/৩২৫ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ, ৬। (2RP49) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৪/৫৯৫, তারিখ- ০১ সেপ্টে, ২০১৮; সময়- ২৩.৩০ ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৪৪৮/৪২৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ
৭। (2V765) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৭/৮২, তারিখ- ১১ ফেব্রু, ২০১৮; সময়- ১৬.৩০ ঘটিকায়। ধারা- ১৫(৩)/১৬(২)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; , এই মামলায় সে অভিযোগ পত্রে অভিযুক্ত (এজাহারনামীয়), ৮। (2V5XK) ফেনী এর সোনাগাজী থানার এফ আই আর নং-৫/১৮, তারিখ- ০৯ ফেব্রু, ২০১৮; সময়- ০০:১০ ধারা- ১৪৩/১৮৬/৩৩২/ ৩৩৩/৩০৭/৪২৭/৩৫৩ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ৯। (2UU6R) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৬০/৬০, তারিখ- ২৭ জানু, ২০১৮; সময়- ০০.৩০ ঘটিকায়। ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত,১০। (2NGA8) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-২/৭২২, তারিখ- ০১ নভে, ২০১৭; সময়- ০০.৩০ ঘটিকায়। ধারা- ১৫(৩)/১৬(২) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ১১। (QYPU) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৮, তারিখ- ১০ জানু, ২০১৫; জি আর নং-১৮; সময়- ধারা- ১০৯/১১৪/১৪৩/ ৩০৭/৩৩২/৩৩৩/৪২৭/৩৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ১২। (QY1J) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৪, তারিখ- ০৮ জানু, ২০১৫; জি আর নং-১৪; সময়- ধারা- ৪৩৬/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত
১৩। (TNN5) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৭৮/৫৯৬, তারিখ- ৩০ সেপ্টে, ২০১৩; সময়- ধারা- ১৪৩/৩৩২/৩০৩/৩৫৩/ ৪২৭/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ১৪। (2NHDX) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৬০/৭১৩, তারিখ- ২৭ অক্টে, ২০১৭; সময়- ২১.৩০ ঘটিকায়। ধারা- ১৪৩/৩২৩/ ৪৪৭/৪৪৮/৩০৭/৩৭৯/৩৮০/৫০৬(২) পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে অভিযোগ পত্রে অভিযুক্ত (এজাহারনামীয়) ১৫। (2QR8C) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৪৫/৪৫৬, তারিখ- ২১ জুলাই, ২০১৮; সময়- ২২.৩০ ধারা- ৩৮৫/৩২৩/৪৪৮/৪২৭/৩৮০/৫০৬(২)/৩৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন কে ১০ (দশ) টি ওয়ারেন্ট মূলে বিধি মোতাবেক গ্রেফতার করা হয়।