ঢাকাসোমবার , ১৫ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

১৫ (পনের) টি মামলারআসামী গ্রেফতার

Agrajatra 24
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধিঃ

পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আদিল মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ ওমর হায়দার এর সার্বিক তত্ত্বাবধান,এএসআই/নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া ১৫ টি মামলার আসামী বেলাল হোসেন প্রকাশ ভিপি বেলাল, পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-ফলেশ্বর, থানা ও জেলা-ফেনীকে মামলা নং-১। (2RQGW) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৪৩/৬৩৪, তারিখ- ১০ সেপ্টে, ২০১৮; সময়- ০১.৩৫ ঘটিকা ধারা- ১৪৩/৩২৩/৩২৫ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ
২। (2RUQR) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৬/৬০৭, তারিখ- ০৪ সেপ্টে, ২০১৮; সময়- ০১.৩০ ধারা- ১৪৩/৩২৩/৩২৫ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ ৩। (2RUE8) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৫/৬০৬, তারিখ- ০৩ সেপ্টে, ২০১৮; সময়- ২১.১৫ ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৪৪৮/৪২৭/৩৭৯ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ
৪। (2RPHR) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৭/৫৯৮, তারিখ- ০২ সেপ্টে, ২০১৮; সময়- ১২.১০ ঘটিকা ধারা- ৪/৫/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত
৫। (2RP6X) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৫/৫৯৬, তারিখ- ০২ সেপ্টে, ২০১৮; সময়- ০১.৩০ ধারা- ১৪৩/৩২৩/৩২৫ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ, ৬। (2RP49) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৪/৫৯৫, তারিখ- ০১ সেপ্টে, ২০১৮; সময়- ২৩.৩০ ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৪৪৮/৪২৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ
৭। (2V765) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৭/৮২, তারিখ- ১১ ফেব্রু, ২০১৮; সময়- ১৬.৩০ ঘটিকায়। ধারা- ১৫(৩)/১৬(২)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; , এই মামলায় সে অভিযোগ পত্রে অভিযুক্ত (এজাহারনামীয়), ৮। (2V5XK) ফেনী এর সোনাগাজী থানার এফ আই আর নং-৫/১৮, তারিখ- ০৯ ফেব্রু, ২০১৮; সময়- ০০:১০ ধারা- ১৪৩/১৮৬/৩৩২/ ৩৩৩/৩০৭/৪২৭/৩৫৩ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ৯। (2UU6R) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৬০/৬০, তারিখ- ২৭ জানু, ২০১৮; সময়- ০০.৩০ ঘটিকায়। ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত,১০। (2NGA8) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-২/৭২২, তারিখ- ০১ নভে, ২০১৭; সময়- ০০.৩০ ঘটিকায়। ধারা- ১৫(৩)/১৬(২) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ১১। (QYPU) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৮, তারিখ- ১০ জানু, ২০১৫; জি আর নং-১৮; সময়- ধারা- ১০৯/১১৪/১৪৩/ ৩০৭/৩৩২/৩৩৩/৪২৭/৩৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ১২। (QY1J) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-১৪, তারিখ- ০৮ জানু, ২০১৫; জি আর নং-১৪; সময়- ধারা- ৪৩৬/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত
১৩। (TNN5) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৭৮/৫৯৬, তারিখ- ৩০ সেপ্টে, ২০১৩; সময়- ধারা- ১৪৩/৩৩২/৩০৩/৩৫৩/ ৪২৭/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ১৪। (2NHDX) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৬০/৭১৩, তারিখ- ২৭ অক্টে, ২০১৭; সময়- ২১.৩০ ঘটিকায়। ধারা- ১৪৩/৩২৩/ ৪৪৭/৪৪৮/৩০৭/৩৭৯/৩৮০/৫০৬(২) পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , এই মামলায় সে অভিযোগ পত্রে অভিযুক্ত (এজাহারনামীয়) ১৫। (2QR8C) ফেনী এর ফেনী সদর থানার এফ আই আর নং-৪৫/৪৫৬, তারিখ- ২১ জুলাই, ২০১৮; সময়- ২২.৩০ ধারা- ৩৮৫/৩২৩/৪৪৮/৪২৭/৩৮০/৫০৬(২)/৩৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন কে ১০ (দশ) টি ওয়ারেন্ট মূলে বিধি মোতাবেক গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।