ফেনী প্রতিনিধিঃ
ফেনী পরশুরাম উপজেলা পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শওকত হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ তহিদুল ইসলাম এর সার্বিক সহায়তায় এসআই(নিঃ)/মোঃ ইমাম হোসেন, এএসআই(নিঃ)/আব্দুল মতিন’সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১. হেলাল আহম্মেদ সেন্টু (৪৮), পিতা- মৃত কটু মিয়া, মাতা- মাজেদা বেগম বেবি স্থায়ী : গ্রাম- বাউরখুমা, থানা-পরশুরাম, ফেনী, ২. মোঃ জামাল (৩২), পিতা- মৃত মোঃ বেলাল, মাতা- জুলেখা খাতুন স্থায়ী : গ্রাম- দুবলাচান (আমেরিকা প্রবাসী ইদ্রীছ মজুমদার বাড়ী) , থানা- পরশুরাম, জেলা-ফেনীদ্বয়ের হেফাজত হইতে ২০০ গ্রাম গাঁজাসহ পরশুরাম থানাধীন বিলোনীয়া স্টেশনের পূর্বে শহিদ মিনারের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে এসআই/মোঃ ইমাম হোসেন বাদী হয়ে মাদক আইনে এজাহার দায়ের করিলে উক্ত আসামীদের বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
**মাদককে না বলি- মাদকমুক্ত দেশ গড়ি- মাদক বিক্রয় ও সেবন হইতে বিরত থাকি**
*আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই*
”মাদক বিরোধী অভিযানে পুলিশকে সহযোগীতা করুন”