মোঃ জাহিদুল ইসলাম
হাইমচরে ৩নং আলগী দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌক মার্কার সমর্থনে ১ নং ওয়ার্ডে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় কাটাখালী মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর কাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হুমায়ুন পাটোয়ারী, এম এ বাশার, সবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাহেদ হোসেন বেপারী, হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরউদ্দীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজাহান কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার হাসান তপাদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য মোঃ সেলিম গাজীসহ পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের একাংশ জনসাধারণ।