রাফসান সাইফ সন্ধি, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ৮ বছর ধরে মেয়াদোত্তীর্ণ হয়ে আছে টাংগাইলের ঘাটাইল উপজেলা ছাত্রলীগের কমিটি। বারবার জেলায় ধরনা দিয়েও নতুন কমিটি আলোর মুখ দেখেনি। ফলে হতাশ হয়ে পড়েছেন ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা। নতুন কমিটি গঠিত না হওয়ার ফলে অনেকেই ঝরে পড়েছেন। অপরদিকে বাড়ছে দলের মধ্যে কোন্দল। সৃষ্টি হচ্ছে গ্রুপ-উপগ্রুপ। দলীয় কর্মসূচি পালন করা হয় পৃথকভাবে। এ অবস্থায় ৮ বছর ধরে উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি দিয়ে চলছে দলীয় কার্যক্রম।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৪ সালে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। আব্দুল্লাহ আল-মামুন কে সভাপতি এবং বিদ্যুৎ সরকারকে সাধারণ সম্পাদক করে এ আংশি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এ আংশিক কমিটির মেয়াদ শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ কমিটি থাকার ফলে চরম অসন্তোষ দেখা দিয়েছে দলের মধ্যে।
ঘাটাইলে উপজেলা ছাত্রলীগের প্রকাশ্যে কোনো কার্যক্রম চোখে পড়ছে না। অনেকেই নতুন কমিটি গঠিত না হওয়ায় হতাশ হয়ে ঝিমিয়ে পড়েছে। বারবার চেষ্টা করলেও নতুন কমিটি গঠন করা হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন বলেন, ৪ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক জটিলতায় দীর্ঘদিন ঘাটাইলে সম্মেলন হয়নি। দ্রুত ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে, এবং যোগ্য নেতৃত্ব তৈরি হবে।