আশরাফ আলী ফারুকী
ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহে কারণে ফাঁসির দড়িতে ঝুলে সবুজ মিয়া (৩২) নামে তিন সন্তানের জনক আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চরশাঁখচূড়া গ্রামের ইছামুদ্দিনের ছেলে তিন সন্তানের জনক সবুজ মিয়া পারিবারিক কলহের কারণে নিজ বসত ঘরের প্রবেশ করে ধন্নার সাথে দড়ি বেঁধে ফাঁসিতে ঝুলে পড়েন। পরে স্বজনরা খোঁজ পেয়ে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।