।
রিমা বানু, নওগাঁ প্রতিনিধি :
মহাদেবপুরে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষ চেয়ারম্যান প্রাথীর আহত। হামলায় এক কৃষকলীগ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।সেখানে তার অবস্থায় অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন রাত ৮টার দিকে উপজেলার তাতারপুর হিন্দুপাড়া মোড়ে নৌকার প্রচারণার সময় সফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের কর্মী মোস্তাকিন মন্ডল(৩০)উপর প্রতিপক্ষ আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সামসুল হক,তার ভাই বাইজিদ ও ছেলে জীবন হামলা করে।এ হামলায় কৃষকলীগের সদস্য মোস্তাকিম গুরুত্বর আহত হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা জানান আহত মোস্তাকিমের মাথায় গুরুত্বর জখম হয়েছে।
উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক নাহিদ মোস্তাফা জানান,তার মাথায় আঘাতের কারনে সে বমি করছে।ফলে মোস্তাকিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।এদিকে অভিযুক্ত আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থীর বিএনপি নেতা সামসুল হক বলেন তিনি নির্বাচনী প্রচারণায় ঐ এলাকায় গেলে মোস্তাকিন ও তার লোকজন তাকে মারপিট করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনর্চাজ আজম উদ্দীন মাহমুদ বলেন দু-পক্ষই অভিযোগ দিয়েছে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।