ফেনী প্রতিনিধি:-
ফেনী পরশুরাম মডেল থানার পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোহাম্মদ রবিউল ইসলাম এর তত্ত্বাবধানে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শওকত হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)/ জনাব মোঃ তহিদুল ইসলাম এর সহায়তায় এসআই(নিঃ)/রিযাউল জব্বার, এএসআই(নিঃ)/বিকাশ বড়ুয়া, এএসআই(নিঃ)/মোঃ এরশাদ উল্যা, এএসআই(নিঃ)/রেজাউল আলম, এএসআই(নিঃ)/মোঃ রাশেদুল আলম ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ীঃ ১. বাহার মিয়া (৫০), পিতা- তোফাজ্জল হক, মাতা- তাজ নেহার স্থায়ী : বর্তমানে সাং-ছয়ঘরিয়া (দক্ষিণ কোলাপাড়া অবঃ মীর হোসেন চৌধুরীর ভাড়াটিয়া), গ্রাম- চিথলিয়া (খোকন মিস্ত্রির বাড়ী) , থানা- পরশুরাম, ফেনী, ২. মোঃ আলম (২০), পিতা- মক্তুল হোসেন, মাতা- রাজিয়া বেগম স্থায়ী : গ্রাম- মধুরছড়া (রাজাপালং ইউপি, আব্দুল হক মেম্বারের ওয়ার্ড) , থানা- উঁখিয়া, কক্সবাজার, ৩. আব্দুল মজিদ (২৬), পিতা- রফিক উল্যা, মাতা- ফাতেমা বেগম স্থায়ী : গ্রাম- শিকচাইল (হাজী বাড়ী) , থানা- মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লাদের হেফাজত হইতে ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ পরশুরাম থানাধীন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া (ছয়ঘরিয়া) সাকিনস্থ জনৈক মেজর (অবঃ) মীর হোসেন চৌধুরীর মালিকানাধীন টিনশেড ভাড়া ঘরে ভাড়াটিয়া জনৈক বাহার উদ্দিন এর কক্ষের ভিতর হইতে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে এসআই(নিঃ)/রিযাউল জব্বার বাদী হয়ে মাদক আইনে এজাহার দায়ের করিলে উক্ত আসামীদের বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
**মাদককে না বলি- মাদকমুক্ত দেশ গড়ি- মাদক বিক্রয় ও সেবন হইতে বিরত থাকি**
*আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই*
”মাদক বিরোধী অভিযানে পুলিশকে সহযোগীতা করুন”