আসমাউল হোসনা,স্টাফ রিপোর্টার, চকরিয়াঃকক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রামপুর চত্বরে আজ শনিবার ১২/১২/২০২০ ইং বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হলো ১ম তাফসীরুল কোরআন মাহফিল।রামপুর ইসলামী আদর্শ ছাত্র সংগঠনের উদ্যােগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ জন সদস্য নিয়ে রামপুর ইসলামী আদর্শ ছাত্র সংগঠন গঠিত।
এই তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,হযরত মাওলানা নূর মোহাম্মদ(সিনিয়র শিক্ষক,বানিয়র চর মাদ্রাসা),জনাব,হযরত মাওলানা নুরুল আলম(খতিব,রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,আলহাজ্ব আবু তৈয়ব(সদস্য, জেলা পরিষদ,কক্সবাজার), উক্ত এলাকার আলেম ওলামাগণ ও গন্যমান্য ব্যক্তিগণ।
উক্ত মাহফিলে ইসলামের আলোকে যুব সমাজের চরিত্র নিয়ে বক্তব্য উপস্থাপন করেন জনাব,হযরত আল্লামা ড.লুৎফর রহমান(ঢাকা),নামাজের ভয়াবহ শাস্তি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন জনাব,হযরত আল্লামা ড. আবুল কালাম(চট্টগ্রাম), ইসলামের পর্দার বিধান নিয়ে বক্তব্য উপস্থাপন করেন জনাব,হযরত মাওলানা আব্দুর রহমান(চকরিয়া),আমানতের খেয়ানত নিয়ে বক্তব্য উপস্থাপন করেন জনাব,হযরত মাওলানা আসাদ আলমগীর(চকরিয়া)। রাত ১২.০০ ঘটিকার সময় এই মাহফিল শেষ হয়।