মোঃমামুন হোসাইন:
ভোলা চরফ্যাসন ও মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পক্ষ থেকে শ্রমিক নেতা সাইফুল ইসলাম সবুজ এর উদ্যোগে মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে ৫শত দুঃস্থ ও অসহায় মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়েছে৷
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার সময় চরফ্যাসন বাজার জ্যাকব এভিনিউ রোডের পুর্ব মাথায় এ খাবারের ব্যবস্থা করা হয়৷ অনুষ্ঠানে চরফ্যাসন উপজেলার ফকির, মিসকিন, দুঃস্থ এবং অসহায় প্রায় ৫ শত মানুষকে তৃপ্তি সহকারে দুপুরের খাবার খাওয়ানো হয়েছে৷
এসময় চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কুতুব, প্রেসক্লাবের সহসভাপতি এম আমির হোসেন, বার্তা সম্পাদক কামরুল সিকদার, চরফ্যাসন বাজার হকার্স লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, বাজারের ব্যবসায়ী ও লেবারগণ উপস্থিত ছিলেন৷
খাবার বিতরণ অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে চরফ্যাসন মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা অবশ্যই প্রশংসার যোগ্য৷ আমি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই৷
অনুষ্ঠানে চরফ্যাসন শ্রমিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, প্রিয় নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের সহযোগিতায় আজকের এ আয়োজন করতে পেরে আমি অত্যান্ত আনন্দিত৷ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে এমন দুঃস্থ ও অসহায় মানুষদের খাবার সহ বিভিন্ন সহযোগিতা সবসময় অব্যহত থাকবে৷