রোববার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরবাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় আরও তিনজন।
বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান নিশ্চিত করেছেন।
ওসি কাজী আইয়ুবুর রহমান জানান রোববার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরবাবলা নামক স্থানে উত্তরাঞ্চলগামী পোল্ট্রি ফিড বোঝাই ট্রাক ও ঢাকাগামী কয়লা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও হেলপারসহ চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে এবং হাসপাতালে নেয়ার পথে চালক মারা যায়। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন ট্রাক দুটি আটক আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ হস্তান্তর করা হবে।