হাতিয়া হতে-
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে চলে আসছে নানা ধরনের জল্পনা -কল্পনা। সকল জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে গত ২৭/১২/২০২০ইং রোজ রবিবার দলীয়ভাবে নৌকার মনোনয়ন পান হাতিয়ার কৃতি সন্তান সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালী উল্লাহর সু -যোগ্য সন্তান বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব। যার পরিবার ছিলেন একটি সু-সংগঠিত আওয়ামী পরিবার। যাদের অক্লান্ত পরিশ্রমে হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের পদার্পন শুরু।
তাদের এই অবদান বিবেচনা করে হাতিয়া উপজেলার বর্তমান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী এই পরিবারের ঐতিহ্য ধরে রাখতে হাতিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করতে সমর্থন দেন। তারই সমর্থনে নৌকার মনোনয়ন পাওয়ায় হাতিয়া উপজেলার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগন আনন্দ মিছিল করেন। তারই ধারাবাহিকতায় হাতিয়া উপজেলার ০১নং হরণী ইউনিয়নের আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকগন আনন্দ মিছিল করেন।