ইউনিয়নবাসীর উন্মুক্ত মতামত, চাহিদা ও সমস্যার কথা জানতে ওয়ার্ড উন্মুক্ত সভা করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ০৯ নং ভোলাকোট ইউনিয়ন পরিষদ।
শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ২ নং ওয়ার্ড নাগমুদ দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলজি এসপি-৩ অর্থ বছরঃ ২০২০-২০২১ উপলক্ষে এই ওয়ার্ড উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব সাকের হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক খন্দকার, আঃ রব, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা সালাহউদ্দিন বিপ্লব,লক্ষ্মীপুর জেলা আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট ইমরান হোসাইন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি কাজী মাসুদ রানা, যুবলীগ নেতা মিল্লাদ পাটওয়ারী,স্বেচ্ছাসেবকলীগ নেতা অনন্ত, ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন রকি সহ প্রমুখ।