মৃনাল কান্তি রায় সরকার,
স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট সদর উপজেলাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের খোঁড়াগাছে সততা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “খোঁড়াগাছ প্রিমিয়ার লীগ(KPL-20)” এর প্রথম আসরের প্রথম পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন “দেউতিরহাট ক্রিকেট একাদশ”।
অদ্য ৩০শে ডিসেম্বর(বুধবার) দেউতিরহাট ক্রিকেট একাদশ ও বড়বাড়ি ক্রিকেট একাদশের মধ্যকার খেলায় “দেউতিরহাট ক্রিকেট একাদশ” ৮ উইকেটে জয় লাভ করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন সাকোয়া তাজ্ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় সরকার। এসময় প্রধান অতিথি অনিল চন্দ্র রায় সরকার বলেন,”ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল; মাদক ছেড়ে মাঠে চল- এই শ্লোগানকে বুকে ধারন করে তরুণ সমাজকে এগিয়ে যেতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক সুস্থ্যতা ও মানসিক প্রশান্তির জন্য “কেপিএল-২০” এর আয়োজনকে আমি স্বাগত জানাই।
উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মন্টু; পঞ্চগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল; সাংবাদিক মমিনুর ইসলাম মমিন; তরুন সংগঠক এন. কে. অভিজিৎ রায় ও রবিউল ইসলাম; বিশিষ্ট সমাজসেবক শিপন কুমার রায় সরকার এবং সততা স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুজ্জামান নয়ন মন্ডল ও সহ-সভাপতি মোঃ দুলাল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।