আজ ঢাকা আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে
সেলফি পরিবহনের ঢাকা মেট্রো – ব ১৩-১৫৪৭ খাদে পরে যায় আজ সকাল ৭টার সময়, অনেকে আহত হোন মারাত্বক ভাবে। সেলফি পরিবহনে আসা যাওয়া করেন এমন এক যাএী বলেন সেলফি বাস খুবই বাজে ভাবে ড্রাইভ করে আমি প্রতি সপ্তাহেই ‘নবীনগর-আরিচা ঘাট’ চলাচল করে থাকি। বেশির ভাগ সেলফি বাস এর বেপরোয়া গতির প্রতিযোগিতায় রাস্তার অনেক মানুষ এর প্রাণনাশের হুমকি হয়ে উঠেছে ৷ তাই আমার মতামত, বেপরোয়া গতি ও পারাপারি না করে এই ব্যস্ততম ২ লেনের সড়কে গতি নিয়ন্ত্রণ রেখে দক্ষ চালক দ্বারা গাড়ি চালানো উচিত বলে মনে করি।
অভিযোগ আরো রয়েছে অতিরিক্ত যাত্রীবহন ও স্টাফদের খারাপ ব্যবহার রয়েছে। এখনি প্রশাসন ব্যাবস্থা না নিলে অকালে প্রান ঝড়ে যেতে থাকবে সাধারণ মানুষের।