স্টাফ রিপোর্টার:
২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ বাংলা টেলিভিশন চ্যানেল ইউরো বাংলা টিভি। ‘প্রবাস জুড়ে বাংলা’ স্লোগানকে সামনে রেখে সিঙ্গাপুর, ফ্রান্স, নিউইয়র্ক ও ঢাকা থেকে চারটি আলাদা বেজ-স্টেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে চ্যানেলটি।
সার্ভার, ক্যাবল ও স্যাটেলাইট—এই তিনটি মাধ্যমেই রয়েছে সম্প্রচার ফিড। ইউটেলসেট-৭০ বি স্যাটেলাইটের মাধ্যমে চলছে ফ্রি এয়ার ট্রান্সমিশন। সম্প্রচারের শুরুতেই বিপুল সংখ্যক দর্শক উপভোগ করছে ইউরো বাংলা টিভি। এশিয়াসহ ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভন্ন দেশে ব্যবহৃত আই পি বক্স এ ইউরো বাংলা টিভি এর সংযোগ দেওয়া হয়েছে।
যেখানে আইপি বক্স নাই সেক্ষেত্রে http://globalbanglatv.com/euro-bangla-tv/ ওয়েব-এ অনুষ্ঠানা দেখা যাবে।
সিঙ্গাপুর, ফ্রান্স, ঢাকা ও নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যবসায়ী, পেশাদার সাংবাদিক এবং মিডিয়া হাউজের কর্ণধার রয়েছেন বিনিয়োগকারী হিসেবে। আর পুরো অপারেশনের দায়িত্বে রয়েছে বার্তা সংস্থা ইন্টারএশিয়া টোয়েন্টফোর-এর টিম ও বাংলাদেশের ইন্টারএশিয়া গ্লোবাল নেটওয়ার্ক লি:।
২৪ ঘণ্টার সম্প্রচারে রয়েছে নাটক, ফিল্ম, টকশো, লাইভ ইভেন্ট, রিয়েলিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। তবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম এবং বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরা এই চ্যানেলের মূল লক্ষ্য। তাই কেবল বিনোদন এবং প্রচলিত ধারণার বাইরে থেকেই প্রবাসীদের জন্য কাজ করবছ এই চ্যানেল।