নরসিংদী জেলার বেলাব উপজেলাতে ট্রাক চাপায় কলেজ ছাএী নিহত হয়।
নরসিংদী জেলা বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের নতুন বাজার নামক স্থানে নরসিংদী সরকারী কলেজের মাস্টার্স পড়োয়া ছাএী নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ ১৬ জানুয়ারী (শনিবার) সকাল ৭ ঘটিকার সময় বীর বাঘবের গ্রামের সজিব সরকারের স্ত্রী বেলী আক্তার (২৭) স্বামীর সাথে মোটরসাইকেল যুগে কলেজে কোচিং করার জন্য যাচ্ছিলেন, বীর বাঘবের( নতুন বাজার) নামক স্থানে পৌঁছালে অন্য একটি অটোকে অভারটেক করতে গেলে বেলী আক্তার স্বামীর মোটরসাইকেল থেকে নিচে পরে যায়, তখন বিপরীত দিক থেকে আসা পোড়াদিয়াগামী সেভেন রিং সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যান, রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো ট-১১,৪৭০৭ বেলি আক্তারকে চাপা দেয়, সাথে সাথে সে নিহত হয়। নিহত বেলী আক্তারের আড়াই বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যায় ।
বেলাব ফায়ার সার্ভিসের লিডার জসিম উদ্দিন জানান সকাল ৭ঃ৪৩ মিনিটে ফোন পেয়ে সাথে সাথে আমরা ঘটনার স্থলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে পেকেট করে একটি খোলা জায়গাতে রেখে আসি।