মিসবাহ উদ্দিন ইরান,
দেশের ইন্টারএশিয়া গ্লোবাল নেটওয়ার্ক লিমিটেডভুক্ত ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল ইউরো বাংলা টিভি’র যাত্রা শুরু হচ্ছে ইউরোপে। যুক্তরাজ্যের লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে এই চ্যানেলটির ‘ইউরোপ’র পথচলা শুরু হচ্ছে। নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থাপনায় ইউরোপের এই নবযাত্রার উদ্বোধন করা হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভেন্যুতে এ বর্ণিল আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত করার প্রস্তুতি চলছে। ।
ইউরো বাংলা টিভি’র চেয়ারম্যান ধীমন বড়ুয়া বলেন, লন্ডনকে ভিত্তি করে ইউরো বাংলা টিভি’র সম্প্রচার ইউরোপসহ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখে পাশে থাকবে।
তিনি বলেন, ইন্টারএশিয়া গ্লোবাল নেটওয়ার্ক লিমিটেড এর প্রতিষ্ঠান ইউরো বাংলা টিভি ইউরোপে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা, অর্জন সব বিষয়ই পৌঁছে দেবে বাংলাদেশের মানুষের কাছে।
অনাবাসী ও আবাসিক বাংলাদেশিদের সেতুবন্ধন হিসেবে ইউরো বাংলা টিভি কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউরো বাংলা টিভি এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ খান বলেন, ইউরো বাংলা টিভি’র যাত্রা শুরুর সময় লক্ষ্য ছিলো বাংলাদেশের মানুষের কথা প্রবাসীদের কাছে তুলে ধরা। তাই মানুষের ভালোবাসার টানে ইউরো বাংলা টিভি’র সম্প্রচার চলছে।
বাংলাদেশের মিডিয়াকে প্রবাসী মানুষের কাছে তুলে ধরতে আমাদের ইউরোপ যাত্রার সূচনা। ব্রিটেনের বুকে বাংলাদেশের মানুষের সংগ্রাম, ত্যাগ, ভালোবাসাকে ইউরো বাংলা টিভি ইউরোপের অনুষ্ঠানমালায় আমরা তুলে ধরবো। এর পাশাপাশি কমিউনিটি মানুষের কাছে তুলে ধরবো দেশের খবর।
ব্রিটেনসহ ইউরোপে বসবাসরত অনাবাসী বাঙালিদের সুখ-দুঃখ, সংগ্রামে ইউরো বাংলা টিভি সহযোদ্ধা হিসেবে পাশে থাকবে। অনাবাসীদের অর্জনের কথা চ্যানেলটি যেমন পৌঁছে দেবে শেকড় ভূমিতে, ঠিক তেমনি দেশেও তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে ইউরো বাংলা টিভি।