একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না বয়ে নিয়ে আসে। দিনাজপুরে খানসামা উপজেলায় মানিকগঞ্জ বাজার থেকে পাকেরহাট যাওয়ার রাস্তায় মালবাহী টেম্পু ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে নাসিম ইসলাম (২০) ও মোটরসাইকেল আরোহী নাজমুল (২০) গুরুতর আহত হয়।
খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের পূব হাসিমপুর (তাঁতীপাড়া) নামক স্হানের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকেরা নাসিমকে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোটরসাইকেল চালক নাসিম ইসলামকে (২০) মৃত্যু ঘোষণা করেন। নিহত নাসিম ইসলামের বাসা আংগারপাড়ার (গুন্দুশাহপাড়ার) মোঃজসিম উদ্দীনের তৃতীয় পুএ। আর আহত নাজমুল একই এলাকার বাসিন্দা। প্রতক্ষদর্শীদের তথ্য মতে আনুমানিক সন্ধা ৬ ঘটিকায় আকস্মিকভাবে ঘটনাটি ঘটে থাকে।
খানসামা থানা ওসি ইনচার্জ মোঃ কামাল হোসেন মৃত্যু নাসিমকে তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন।