টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল চালক সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানি গ্রামের অনিল ঘোষের ছেলে রাতুল ঘোষ (২২)।
ইউপি সদস্য মো.শফিকুল ইসলাম শফি জানান, রাতুল ঘোষ ও মঞ্জন ঘোষ দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা মহাসড়কের তারটিয়া এলাকায় পৌঁছলে একটি ট্যাংক লরি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতুল ঘোষকে মৃত ঘোষণা করেন। মঞ্জন ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।