রিপোর্টঃ মেহেদী হাসান অর্নব –
মাত্র ৪০০ থেকে ৫০০ টাকা দিলেই মেলে যেকোন সনদ! সেটা হোক জেএসসি, এসএসসি, এইচএসসি কিংবা অনার্স, মাস্টার্স !! আর এজন্য কষ্ট করে পড়ালেখাও করতে হবে না!!! হ্যা, পাঠক ঠিকই শুনছেন, পড়ালেখা ছাড়াই মিলছে সনদ। কিন্ত সেই সনদ সম্পূর্ণ ভুয়া। টাকার বিনিময়ে যেকোন শিক্ষাবোর্ডের নকল সার্টিফিকেট তৈরি করে দেয়া একটি চক্র এবার ধরা পড়েছে র্যাব-৪ এর জালে। সোমবার ১ জানুয়ারী বিকেলে সাভারের আশুলিয়া থানাধীন ইপিজেড এলাকায় অবস্থিত হাশেম প্লাজার নিচতলায় অবস্থিত মৌসুমি ফোন এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে র্যাব-৪ এর সিপিএসসির কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে অভিযান চালায় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এসময় জাল সার্টিফিকেট তৈরির সময় হাতে নাতে আটক হয় জাল সনদ তৈরিকারী চক্রের ২ সক্রিয় সদস্য মোঃ রবিউল আলম(৪২), ও মোঃ বেল্লাল হোসেন (২২)। এসময় বেশ কয়েকটি জাল সার্টিফিকেট, জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।