রিপোর্টঃ মেহেদী হাসান অর্নব –
সরল মনে বাংলিশ (বাংলা ভাষা ইংরেজী অক্ষরে) ভাষায় প্রেমিকাকে মনের কথা বোঝাতে চান ডাঃ লনি। কিন্ত বার বারই হিতে বিপরীত হয়। লিখে বোঝাতে চান একটা কিন্তু বাংলিশ শব্দের গঠন হয়ে যায় আরেকটা। এভাবেই ভুল বানানের জেরে প্রেমিকার সাথে সম্পর্কটাও বার বার ভেঙ্গে যায়। বলছি দেশের জনপ্রিয় ইউটিউবার ডাঃ গোলাম তানভীর লনির নিজস্ব ইউটিউব চ্যানেল লনি’স ওয়ার্কস(Lony’s Works) ও ফেসবুক পেজ ডাঃ লনি (Dr.Lony) তে প্রকাশিত “বানান ভুল” নামক মজার সিরিজটির কথা। বানান ভুল এর পার্ট -১ ও পার্ট -২ ব্যাপক জনপ্রিয়তা পাবার পর এবার ডাঃ লনি নিয়ে আসছেন বানান ভুলের পার্ট-৩। ভিডিওটিতে প্রেমিক ডাঃলনির বিপরীতে প্রেমিকা তিতলী চরিত্রে বরাবরের মতনই অনবদ্য অভিনয় করেছেন বৃন্ত। এবারের পর্বে সরল প্রেমিক ডাঃলনি কি পারবে প্রেমিকার ভুল ভাঙ্গাতে? নাকি বাংলিশের নতুন কোন উদ্ভট শব্দ বলে ফের হারাবেন প্রেমিকাকে?? এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে ডাঃলনির আপকামিং ফানি ভিডিও “বানান ভুল” পার্ট-৩।